আমি ভোরের লিপিকা
রাতের শেষে ছড়িয়ে রাখি
আকাশে স্বর্ণরেখা।
জানি সূর্য কিরণ সনে
কে ডাক দিয়েছে আমার মনে।
আকাশে আজ কে পাঠাল
পূজার নিমন্ত্রণ;
আসছে মা দূর্গা
তার করি আয়োজন।
আকাশের ভালে আল্পনা এঁকে
দেবীর আগমনের বার্তা জানাই
শিশির জলে সিনান করি
শুভ্র শুচির বসন পরি
আকাশে প্রদীপ জ্বালাই।
মায়ের আগমনের দিনে
ভোরের লিপিকা লিখে
সে বারতা সবাইকে জানাই।