লণ্ড ভণ্ড চিরকাল অজ্ঞ
মিথ্যে কেন ভলোবাসব
এই দুনিয়ায় ;
জীবনটা বোঝে না
চিরকাল থাকে না
থাকে শুধু পাগলের
কাণ্ড কারখানাই।
যদি বল ভালোবাসব
পাগলের মনটা চেপে ধরব
তার সাথে জুতো লাথি মিলবেই
ভালোবাসার কথার ফাঁকে
যমদূত দাঁড়িয়ে থাকে
আকাশের শূন্যতা তোমায়
গ্রাস করবেই।
লণ্ড ভণ্ড নাই কোনো অন্ত
জীবনের পদ্ম ফুল
কটা ফুটবেই।
এটা নয় সেটা নয়
ওটা নয় তবে কি হয়
বিজ্ঞানের ছাত্ররা বুঝবেই।
এ ভাষা ওভাষা নিয়ে
অনেক পড়াশোনা করে
আকাশের শূন্যতায় ঠেকবেই।
তাই বলি লণ্ড ভণ্ড
সব সৃষ্টি ছাড়া কান্ড
জীবনে শূন্যতা থাকবেই।