আশা,নও তুমি কুহকিনী
নও তুমি মায়াবিনী,
তুমি আমাদের প্রেরণাদাতৃ
এগিয়ে চলার সঙ্গী।
তোমার প্রেরণায়
জীবন এগিয়ে যায়
নতুন উদ্যমের প্রেরণা জোগায়
ফুলে ফেঁপে ওঠে জীবন
কানায় কানায়।
আশা,নও তুমি ছলনা
নও তুমি চঞ্চলা।
মানুষ যখন জীবনে হতাশ হয়
আশা তখন রাস্তা দেখায়;
তারই বলে চলতে চলতে
জীবনের রঙ বদলায়।
জীবনে যখন আঁধার আসে
কালো মেঘে ছেয়ে যায়
আশাই একমাত্র জেগে রয়
নয়নের দৃষ্টি না ভুলায়।
কালের বাঁধন যদি খুলে যায়
ঝড় ঝঞ্ঝায় তরী দিগভ্রষ্ট হয়
সেই বিপদসঙ্কুল দিনে
আশাই পথ দেখায়।