ক্ষণস্থায়ী বিদ্যুৎ প্রভা
ক্ষণিকের আলো দেয়;
তারপর সে আলো
নিবিড়তর আঁধারে ছেয়ে যায়।
আলো! কোথায় ওসে আলো
হৃদয়ানলে জ্বালো তারে জ্বালো
হৃদয়ে পদ্ম উঠুক ফুটে
আলোয় ভুবন উঠুক মেতে;
আঁধার তখন দূরে যাবে
অজ্ঞতার মুক্তি হবে।
যেতে দিও না তারে
নিবিড় কালো অন্ধকারে;
জ্ঞানের জ্যোতি আসবে
হৃদয় তখন উঠবে নেচে
পৃথিবী ভালোবাসবে।
তাই ক্ষণস্থায়ী বিদ্যুতের
আলোয় আকর্ষিত হয়ো না
চিরস্থায়ী জ্ঞানের আলো
পথ ভুলাবে না।