সীজার ক্লিওপেট্রাকে বিয়ে করেনি
পুত্র সীজারিয়ানকেও স্বীকৃতি দিতে পারেনি;
কারণ মিশরীয় নিয়মানুসারে
দ্বিতীয় বিয়ে করতে পারেনি।
এবার সীজার নিজকে
একনায়ক হিসেবে ঘোষণা করল
ক্লিওপেট্রাকে কিছু দিন
নিজ ভিলায় এনে রাখল;
এর প্রতিক্রিয়ায় প্রজাতন্ত্রী
জনগণের মনে বিদ্রোহের সঞ্চার হল।
একদিন সভাসদরা
সীজারকে ডেকে সভা ডাকল
তখনই ষড়যন্ত্র করে ষাটজন
ঘিরে ধরল;
তারপর তেইশ বার অস্ত্রাঘাত
করে সীজারকে হত্যা করল।
হায় ভগবান! এ কি হল
সীজারের পত্নী ওকে
সভায় যেতে নিষেধ করেছিল।
কাঁদল ক্লিওপেট্রা মুক্তো জল ঝরিয়ে
কাঁদল বহুজন হাহাকার করে ;
ওর যে দরাজ ছিল বুকের পাটা
উপকার পেত গরীব জন।