সুন্দরী ক্লিওপেট্রা
অতি সুন্দরী বিশ্বশ্রেষ্ঠা;
যার ঘন কালো আঁখি
যেন জাদু বলে
ও জাদুর মায়াজালে
সীজারের মতো যুদ্ধ
পাগল ধরা পড়ে।
ওর রূপের আকর্ষণ
বর্ণনা করা যায় না
ওর কালো ভুরু নীল চোখে
ছিল জয়ের প্ররণা।
ক্লিওপেট্রা পিতা দ্বাদশ
টলেমীর সাথে রাজ‍্য শাসন করত
পিতার মৃত্যু হলে
ভাই ত্রয়োদশ টলেমীর
সঙ্গে সম্পর্কে অবনতি ঘটল;
বাধ্য হয়ে পালিয়ে গিয়ে
সীজারকে মোহগ্রস্ত করল
সীজার ক্লিওপেট্রাকে নিয়ে
মিশরে প্রবেশ করল।
ক্লিওপেট্রা রাণী হল
মিশর সাইপ্রাসের
যার চোখের জাদুতে
অক্ষত থাকত না হুঁশ মানুষের।
এবার হত্যা হল
দ্বিতীয় ভাই ত্রয়োদশ টলেমীর
নিরঙ্কুশ হল রাজপাট প্রশস্ত হল ভগ্নীর।।