ক্লিওপেট্রা মিশরের রাণী
পিতা টলেমী
আলেকজান্ডারের একসেনাপতি।
আলেকজান্ডারের যখন মৃত্যু হল
টলেমী মিশরের ফারাও(রাজা)
হয়ে বসল।
দু ভাই তখন ছোট ছিল
টলেমীর যখন মৃত্যু হল
ক্লিওপেট্রার শাসনে মিশর উন্নতি করল;
মিশরীয় নিয়ম অনুসারে
ক্লিওপেট্রা ভাইদের বিয়ে করল।
চলল শাসন ক্লিওপেট্রার শান্তিতে
প্রজারা অনেক সুখী ছিল ;
নীল নদ থেকে নালা কেটে
চাষের উন্নতি ঘটাল।
সীজারের ঔরসে ফারাওএর
কোলে ছেলে হলো সিজারিয়ান নামে।
কিছু দিন পর সীজার ফিরে গেল রোমে
বিদ্রোহের আগুন জ্বলছিল সেখানে ;
এক গ্রুপ ছিল যারা সীজারকে হত্যা করল
একটা বড়ো অধ‍্যায়ের সমাপ্তি হল।