চারিদিকে কত
সৈন্য সাজানো
গেটে আছে প্রহরী
মুক্ত শোভিত জ্বলছে মুকুট
সীজার বহু দেশজয়ী।
উপহার এল বড় কার্পেট
সীজার গ্রহণ করল আনন্দ মনে
কার্পেট খুলে অবাক হয়ে
নিস্পন্দ রইল চেয়ে
বেরিয়ে এল এক অপরূপা সুন্দরী
ক্লিওপেট্রা মিশরের রাণী
সে যে বিদ্যুৎ বরনা কামিনী
তার কাজল আঁখির ঘায়ে
ঘায়েল হল দেশবিদেশজয়ী নরপতি
মদনদেবের তীরে কামনা জেগে উঠল
মিশরজয়ের বাসনা তার
ব্যর্থ হয়ে গেল
আদেশ দিয়ে ক্লিওপেট্রার রাজ্য
ফিরিয়ে দিল
রূপসী কামিনী মনোহারিণী
সীজারকে জয় করল।