চলতে চলতে যদি ক্লান্তি ছায়
ক্লান্ত চরণ চলে না;
ক্ষমা করো মোরে প্রভু
মোক্ষ পেতে চাই না।
পিছিয়ে যদি পড়ি
এগিয়ে চলার স্বপ্ন দেখি
হে প্রভু শক্তি দাও
বল দাও মোরে বল দাও।
জীবন আমার মত্ত কাজে
রৌদ্র জ্বালায় দুঃখের মাঝে
স্বপন সত্য করার পথে
ক্লান্তি যেন আসে না;
তবু ক্লান্ত চরণ থেমে যায়
আলস্য ছেয়ে যায়
স্বপ্নের দৌড় লাগবে না।