কি লিখি জানিনা
মন ত মানে না
জীবনের কথাগুলো
ভোলা ত যায় না।
অফিসের আঙিনায়
পতাকা উত্তোলনের সভায়
দেখা হয়েছিল কোন উত্তেজনায়।
স্নেহময় এ সংসারে
বাঁধা পড়লাম মায়ার ডোরে
জীবনটা কেটে গেল
আশায় আশায়।
হঠাত কি হলো কে জানে
ভাঙল সে ঘর কিসের টানে
জানিনা কোথায় কি ভুল হল
সুখের ঘর আমার
ছন্নছাড়া হলো।
তারপর বহুদিন গেল
আঘাতের পরে আঘাত এল
সবাই চলে গেল
একা আমি বসে আছি
বৈতরণী নদীর তীরে।
সময় আসবে ধীরে
চলে যাব পরপারে
লিখবার কিছু আর রইল না যে।