তোমার গানের সুরে সুরে
আমি যেনো ভেসে গেলাম ;
সে গানের মিষ্টি সুরে বিভোর হলাম
মনকে ভরিয়ে দিল যেন মাতাল হলাম।
সুরে যখন প্লাবন এল
দর্শকরা নেচে উঠল;
মনটা পেল খুশির সম্ভার
গানগুলো জীবন্ত হলো আমার।
খুশী! খুশী! খুশী!
খুশিতে সবে ভালোবাসি
আপন পর মনে নাই
মিষ্টি খুশির সীমা নাই।
এমন সময় পুলিশী হুইসল বাজল
গরীব এক দর্শককে ধরে নিয়ে গেল।
সে গরীবের ঘরে অন্ন নাই
মা আর ছোট ছেলে ছাড়া কেউ নাই।
পাড়া পড়শির দয়ায় খেতে পায়।
সবাই দুঃখিত হলো
খুশির ঐ মিষ্টি বোঝা
অপসারিত হল।