বারে বারে আমি তোমায় ডাকি
খুঁজে দেখি তুমি নাই
মন ব্যাকুল হল তোমায় খুঁজে
তুমি নাই তুমি নাই।
একটু পরে সান্ধ্য তারা উঠবে
সান্ধ্য প্রদীপ জ্বলবে;
তখনও কি তুমি থাকবে লুকিয়ে
শুধু ঝিঁঝিঁ পোকারা ডাকবে।
তারপর আাঁধার গ্রাস করবে
চোখের দৃষ্টি চলবে না ;
তবুও কি তুমি আসবে না
আমার ডাকে সাড়া দেবে না?
আকাশ খুঁজবে তার সীমা নাই
বাতাস খুঁজে বলবে নাই নাই
তারাগুলো মিটিমিটি জ্বলবে
হয়ত তারা আমার মতো খুঁজবে
একদিন শুনলাম যমের রথে
আঁধারে গেছ তুমি চলে।;