রাত নিঝঝুম নিঃশব্দ চারিদিক
কেউ কোত্থাও নেই ;
আমারও চোখে ঘুম নেই
আকাশের দিকে চেয়ে রই।
তারা ঝিলমিল বিস্তির্ণ আকাশে
আমি আছি কিন্তু সে কই;
আমার প্রতি অঙ্গ তেমনি আছে
কিন্তু তাকে খুঁজে পাইনি ;
শুনেছিলাম সে আমার সাথেই থাকে
কিন্তু আমি কেন দেখতে পাইনি।
কেন এমন হলো
কি করে হলো
ডেকে ডেকে সারা হই;
পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে
খুঁজি তারে পেলাম কই।
তাই এসেছি তারাদের দুনিয়ায়
খুঁজি তারে পুনরায়।
নাই নাই নাই কোথাও সে নাই
পৌঁছলাম সপ্ত ঋষির দুনিয়ায় ;
বলল ঋষি,"সবই আছে তোমার কাছে
তোমার আত্মাই তোমার ভগবান
আছে তোমার দেহের খাঁচার মধ্যে
হয়ো না গো ম্রিয়মান;
খোঁজ তারে বুঝতে পারবে
তোমার আত্মাই ভগবান।