খনন কার্য চলছিল গভীর রাতে
গভীর খাদে;
সারাদিন অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছিলো
ধরণীতে
খাল বিল নালা জলে ভরে গেল
রাস্তার দেখা নাই
চারিদিকে শুধু অথৈ জল
মানুষের দেখা নাই।
এমন সময় দামোদরের জল
ফুলে ফেঁপে উঠল
ঐ গভীর খাদের দিকে ছুটল।
যত বাঁধ ছিল সব ভেঙে দিয়ে
খাদের মধ্যে ঢুকল;
কোনো বাধা নাই কেউ কোথাও নাই
খাদে জলস্তর বাড়তে লাগল।
কান ফাটা আওয়াজে
দুরন্ত জলের স্রোতে
তিনশো কর্মীর
সলিল সমাধি হল।
সকালে পিটের চারিপাশে
লোকে লোকারণ্য
বুক ফাটা হাহাকার
প্রকৃতির কোলে মানুষ নগণ্য।