আমরা পুলিশকে সব জানালাম
তারপর আমাবস‍্যার রাতের
জন্য তৈরী হতে থাকলাম।
উত্তেজনার শিখরে পৌঁছলাম।
কি হবে জানিনা মন ত
মানে না
তাই রোজ একবার করে
খালপাড়ে ঘুরে আসলাম।
কিছু গাঁয়ের মানুষের সাথে
দেখা হলে
খালপাড়ে ঠান্ডা হাওয়ার
কথা বললাম।
এবার এল সেই তিমির রাত
গা ছমছম অন্ধকারে
অপেক্ষার রাত।
ঝিল্লিরা ডেকে ডেকে সাবধান
করছিল
আঁধার আরও গভীর হল।
এমন সময় হঠাত কার
পদশব্দ ভেসে এল।
উত্তেজনায় ভরপুর আমরা
আলের আড়ালে লুকোলাম
ধীরে ধীরে আওয়াজ
বাড়তে থাকল;
উৎকণ্ঠা সীমার বাইরে
যেতে লাগল ;
পুলিশের টর্চ জ্বলে উঠল।