রাত যখন গভীর হয়
নিশ্চুপ আঁধার ছেয়ে আসে ;
সে সময় এসো বন্ধু
থাকো আমার পাশে।
জানিনা কেন ছায়া ছায়া
কায়াগুলো ঘোরে খালপাড়ে;
তাই ত তোমায় ডাকি বন্ধু
দেখব ছায়া গুলো কোথা হতে আসে।
সেদিন ছিল পূর্ণিমার রাত
চাঁদের আলোয় পৃথিবী হলো উদ্ভাসিত;
আমরা দুজন বসে সারা রাত
কিন্তু সকলি নিষ্ফল হল!
চাঁদ হেসে গড়াগড়ি খাচ্ছিল
পূর্ণিমার রাতে আঁধার খোঁজা
এ কেমন বুদ্ধির কাজ হলো।
সারা রাত চাঁদ হাসতেই থাকল
লজ্জা পেয়ে বন্ধুরা বিছানায়
আশ্রয় নিল।
তারপর দিন যায় রাত যায়
কোনো রাতে বড়ো সড়ো
বাক্স নিয়ে আসে ওরা খালপাড়ে;
আবার সকাল হওয়ার আগেই
ওরা অদৃশ্য হয়ে যায়
কিছুই বোঝা যায় না তাদেরকে।
এমনি করে এল অমাবস‍্যার রাত
ছায়া ছায়া কায়াগুলো জানি আসবেই
আমরাও তৈরী আমাদের হাতে
ওরা ধরা পড়বেই।
(ক্রমশঃ---)