পুলিশের টর্চগুলো হঠাৎ জ্বলে উঠল
সঙ্গে সঙ্গে থামবার আদেশ এল,
বন্ধুরাও ঝাঁপিয়ে পড়ার ভঙ্গিতে দাঁড়াল
কৃষক দুজন হকচকিয়ে দাঁড়াল।
পুলিশী জাঁচ পড়তাল হল
তারপর আমাদের "আহাম্মুক" বলল।
হঠাৎ দুটো মুখোশ পরা লোক
হাসতে হাসতে চলে গেল।
অনেক দিন ছায়া ছায়া কায়ারা আসেনি
আমরা কিন্তু নিশ্চিন্ত হতে পারিনি।
গরুর গাড়িতে বালি নিয়ে যেতে দেখেছি
তাই কিছু মনে করিনি।
হঠাৎ একদিন সন্ধ্যায়
জোর আওয়াজ করে বোমা ফাটল;
সঙ্গে সঙ্গে লোকের জমায়ত হল
পুলিশের ভ্যানও এসে গেল।
গরুর শরীরটা ছিন্ন ভিন্ন
হয়ে পড়েছিল
গাড়িটা দুমড়ে মুচড়ে গিয়েছিল
পুলিশ এসে বস্তাভর্তি বোমা
উদ্ধার করল।