যখন সাঁঝের প্রদীপ জ্বলল
একে একে তারাগুলো
আকাশের গায়ে
আবার ফিরে এল;
যখন সন্ধ্যা বেলার
গানের আসর বসল
মিষ্টি সুরে ভুবন ভরে গেল
তখন ভালো লাগল।
ভালো লাগল যখন খিড়কি দিয়ে
চাঁদ দেখা দিল
আমার ছোট্ট কুটির
চাঁদের আলোয় ভরে গেল।
কে যেন এল
মনের আঁধার কেটে গেল
দুঃখ বিলাস শেষ হল
আনন্দ এসে ছেয়ে গেল।