কত ভুল যদি
ভেঙ্গে গেল ;
জীবনের পথে
উঁচু নীচু কত না ঢেউ এল
তবুও সুখ ছিল
ধারণা ছিল না।
কত নিশি গেল ঝরে
দুখের সমুদ্র বেয়ে ;
জীবনের গলি দিয়ে
সময় গেল চলে
বোঝা গেল না।
জীবনের ঢেউগুলো
আসে আর চলে যায় ;
স্থির কভু নাহি রয়।
অজানা জগতে
দূরে সরে যায় ;
তবু সুখদুখ কহিবারে
কেহই না চায়।