কোথায় ধর্ম খুঁজিস ওরে
মন্দিরে মসজিদে
অমন বন্ধ ঘরে অন্ধকারে?
তাকিয়ে দেখ পাবি না ধর্মরে।
আপন মনে সংগোপনে
মিথ্যে পূজিস দেবতারে;
দেবতা গেছে চাষের কর্মে
মাটিতে সবার সাথে,
যারা পাথর ভেঙে রাস্তা করে
বারো মাস তারা খাটে।
হাতে তাঁর লেগেছে ধূলো
জীর্ণ বসন পরিধানে
বলে "কর্ম করো কর্ম করো"
আমরা তাঁর উপদেশে চলি,
এসব থেকে মুক্তি নাই
ওরে মুক্তি কোথায় পাবি
আপনি প্রভু বা়ঁধা আছেন
সৃষ্টি সাধন করি।
তাই রাখ রে ভজন পূজন
সাধন আরাধনা
কর্ম যোগে কর্ম করো
ছাড়ো মন্দির মসজিদে সাধনা।