আমি ঝড় আমি উল্কা
আমি অপূর্ণ এক ভালোবাসা
জীবনে আমি কিছুই পাইনি
তাবলে পাওয়ার ইচ্ছেয়
বলিদান দিইনি।
শুধু জানি প্রতিশোধ নিতে হবে
আকাশে বাতাসে কান্নার রোল উঠবে।
এসো রুদ্র এসো ভয়ংকর
এসো ভৈরব,তোমার প্রবেশে
হোক মহাকালের মতো সুন্দর।
আনো ধ্বংস আনো মৃত্যুভয়
অত‍্যাচারীর অত‍্যাচারের হোক ক্ষয়।
যেখানে সবল দুর্বলের জমি কেড়ে নেয়
তাদের স্ত্রীদের অপহরণ করে
ধর্ষণ করে ছেড়ে দেয়;
প্রতিবাদী মানুষের খুন হয়
ভীতির সঞ্চার করে মহল্লায়
এবার তার প্রতিকার চাই
এবার পাপের মুক্তি চাই।
তাই দিকে দিকে বিদ্রোহ আনব
অন‍্যায়ের প্রতিবাদ করার শিক্ষা দেব
সে আগুনে অত‍্যাচারীর সর্বনাশ
ডেকে আনব।
তাই আনব আমি প্রবল ঝঞ্ঝা
সঙ্গী হবে মুনি দুর্বাশা
আসবে ত্রাস কানুনের উচ্চাশা;
অত‍্যাচারীর পতন হবে
সকলের বুকে বাঁধবে আশা।