কাঁদো কেন রে মন কাঁদো কেন
সূর্য ত তেমনি ওঠে চাঁদ আলো ছড়ায়,
কোনো পরিবর্তন হল না কেনো
এ কার অন্যায়!
চাঁদের গায়ে কলঙ্ক আছে
তবু তার আলো নির্মল হল
রাজা কেন চলে গেল সব অন্ধকার হল।
চাঁদ সূর্য আসে যায়
আমার কোনো অনুভূতি নাই
অন্ধকারে পড়ে আছি
আজ তুমি নাই।
হঠাৎ করোনা রোগের আর্বিভাব হল
রাজাকে আমার নিয়ে গেল,
ভগবান কোনো প্রার্থনা
কোনো মিনতি শুনল না
বুঝি না ঈশ্বরের কাণ্ড কারখানা।
বুক আমার ফাঁকা হয়ে গেল
পরিজন সবাই কেঁদে ভাসাল
কিন্তু ঈশ্বর ওকে ফিরিয়ে দিল না।
দুঃখ নিয়েই চলছে জীবন
ও যে ছিল আমার মানিক রতন,
বনিকে জড়িয়ে আছে আমার জীবন
এমনি করেই আসবে আমার শেষ জীবন।
তবু আমি এখন সুখে আছি
আনন্দে বেঁচে আছি
সঙ্গে আমার আছে পরিজন।
(আজ রাজার জন্মদিন)