আকাশ ঘুমায় ঐ আকাশে
কালো পর্দার আবরণে;
গ্রহ তারা নীল আলো দেখায়
কালো পর্দার সাথে।
এমনি করেই কাটে রাত
ঘুম পরীদের সাথে;
কোথায় যেন তারা ঝরে
অগ্নি পিণ্ডাকারে ;
তবুও আকাশের ঘুম ভাঙে না
কালো চাদর গায়ে।
সূয্যি মামা আলো দেয় না
সারা রাত ঘুমিয়ে থাকে ;
চাঁদ আলোয় ভরিয়ে দেয়
মধুর মধুর রাতে।
শ্বেত পেঁচা উড়ে বেড়ায়
সবই নজর রাখে
মনের মতো না হলে কিছু
উচ্চৈঃস্বরে ডাকে।
এমনি করেই কাটে রাত
নীল পরিদের সাথে;
সূর্যিমামার জাগার সময়
পৃথ্বী মা ডাকে।
পূবের আকাশ লাল করে
সূর্যি জেগে ওঠে ;
কালো চাদর ছেড়ে তখন
নীল আকাশ জাগে।