শোনো ঐ কালের যাত্রার ধ্বনি
শোনো জাগ্রত মানুষের জয়ধ্বনি,
যারা ছিল দলিত পদদলিত
তারা এবার করবে শাসন ধরণী।
পুলিশের গুলি তাদের
রুখতে পারেনি
নিজেদের ঝাণ্ডাতলে
কাঁপিয়ে তুলেছে অবনী।
"জয় মানবতার জয়"
কণ্ঠে তাদের জয়ের আগমনী
কাঁপছে পুলিশ কাঁদছে প্রশাসন
মিথ্যা ধারায় যত করেছিল
প্রহসন
সেসবের আজ উত্তর
দিতে হবে
নিজ হাতে খুলে দিতে হবে
বন্ধন।
পীড়িতরা আজ বসবে
সিংহাসনে
পুলিশের ভয়জাল শেষ হবে
তারা সাধারণ মানুষকেও
রক্ষা করবে।