মানবের হাহাকারে
অন্ধকারের জীব হাস‍্য করে ;
আনন্দ আসে তাদের মনে
দয়াহীন এ সংসারে।
কালচক্র ঘুরতে থাকে
সময় এলে সব ফুরাবে;
প্রতিশোধের দিন আসবে
অন্ধকারের মুখোশ খুলে যাবে
ত্রাহি বললেও কেউ শুনবে না।
ওরা ত মুখোশ পরে
নিজেকে আড়াল করে
মানুষ সে কথা বোঝে না।
পরম গুরু ভাবে মানুষ
ওরা করে সর্বনাশ ;
তাই আঁধারের মুখোশটাকে
ছিঁড়ে ফেলে দাও
সত্যটাকে চিনতে হবে
পরখ করে নাও।