কং বেত্তি যঃসঃ সেই কবি
ক(ব্রহ্মাণ্ড) বি(জানকার)সেই কবি।
নম্র ভদ্র পরমত সহিষ্ণুতার
প্রতীক আমাদের কবি।
মিথ্যে বিদ্রূপ করার গুণী নয় কবি ;
শুধু শব্দের সঙ্গে শব্দ মিলালে হয় না কবি।
এখন সন্ধ্যা হয়ে এল
ঘরে ঘরে সাঁঝের বাতি জ্বলবে
প্রার্থনা করি জ্ঞানের শিখা
যেন তেমনি করেই জ্বলবে।
তখন অন্ধকারের বিদ্রূপের
হাসি উপেক্ষিত হবে।
শোন অন্ধকার,জীবনে আলোর
দিক দেখতে দাও
আমাদের কবিদের আসরের
সুনাম থাকতে দাও।