আমি কবি নই জানো কবিতা
ভোরের বেলায় পাখির কুজনে
যখন ঘুম ভেঙ্গে যায়
রাঙা আকাশে রাঙা হয়ে
আসে সবিতা;
যখন ব্যস্ত সমস্ত মানবের দল
জীবিকার সন্ধানে ধায়
রাখাল বালক মাঠে
গরু চরাতে যায়
আমার মনে আবেগ আসে
মনের দরিয়ায়।
কবি নই আমি তুমি কবিতা
সৌন্দর্য পৃথিবীর আমারে ভুলায়
আনমনে চেয়ে থাকি
মেঘ গরজায়।
বৃষ্টি পড়ে টুপটাপ
আমারে ভেজায়;
ভালো লাগে ওগো ভালো লাগে
সেই সমস্ত লিখতে
খাতার পাতায়।
কবি কেন হলাম না
সে ত জানিনা ;
বৃষ্টি থেমে গেলে
পুঞ্জ পুঞ্জ সাদা মেঘ ভাসে
সবিতা তার পাশে
ঝকমকে বর্ডার আঁকে
কেন সে ত জানিনা।
কবি নই আমি
তবু লোকে বলে আমায়
কবিতা বল না ;
নদীর জলে ঢেউ ওঠে
বৃষ্টির জলে ফুলে ফেঁপে ওঠে
দু কুল ধসে পড়ে ;
আমি থাকি আনমনে
আমায় কবিরা কি বলবে?