কবি ন্ই আমি কাব্যিকতা শিখিনি
রূঢ় বাস্তব ধ্যান আমার,
বাস্তবতা ছাড়িনি।
দরিদ্রতা যখন রোদন করে
আহার জোটে না,
হৃদয় আমার চঞ্চল হয়
কবি বোঝে না।
স্বর্গের শোভা দেখিনি আমি
কল্পনায় ও বুঝিনি,
শাসক যখন প্রজার দুঃখ বোঝে না
সে কষ্ট আমায় জাগিয়ে তোলে
আমার সহ্য হয় না,
খাদ্য নাই তবু অস্ত্র চাই
শাসক রব তোলে
অবাক হয়ে ভাবি
এমন কথা কি কেউ বলে।