জীবন আমার আগুনের
মতো জ্বলে উঠুক
রুদ্রবীণার ঝঙ্কারে সে আগুন
বিশ্বে ছড়িয়ে যাক।
দাউ দাউ করে জ্বলুক আগুন
ধ্বংস হোক ধ্বংস হোক
যত রক্তবীজের অপশাসন।
তখন হয়ত বুকের জ্বালা কমবে
আগুন নিভে আসবে।
কিন্তু তবুও নিভবে না
অত‍্যাচারের বিভীষিকায়
যতদিন মানুষ ভুগবে না ;
যতদিন সে রোদনধ্বনি
বিশ্ববাসীকে জাগাবে না
দুর্বল সবলের এতো বড়
বৈষম্য মিটবে না।
হিংসার বারতা দেশে ছেয়ে গেছে
সাম‍্যের বাণী ঝুঠা হয়ে গেছে
তাই সে আগুন মিটবে না
দুঃখের অবসান হবে না।