চল চল চল
আকাশে বাজে রণমাদল;
বাতাস ডাকে যুদ্ধে চল
রণোন্মাদনায় অভিসিক্ত
সৈন্যদল এগিয়ে চল।
মেবার হারিয়ে রাণা প্রতাপ
যুদ্ধে চলেছে আজ;
মারণ অথবা মরণ
দেশমাতৃকায় স্বাধীন করার স্বপন
উদ্বুদ্ধ করেছে সৈন্যদল
মাতৃমন্ত্রে দীক্ষিত সবে
এগিয়ে চল।
বীর সৈন্যদল হও আগুয়ান
তূণে ভরে লও অগ্নিবাণ
মায়ের পদধূলি লয়ে
এগিয়ে বল দেশ মহান।
আজ আধুনিক যুগে
যুদ্ধ হবে সত্যের সঙ্গে শয়তানের
মাথা নীচু করে থাকবে না সত্য
জয় হবে ভগবানের।