যুদ্ধ যুদ্ধ খেলতে চায় ওরা যুদ্ধবাজ
বলে "কলকাতা বিহার ওরিষ্যা
দখল করবে আজ।"
বোঝে না যুদ্ধ সাঙ্গ করবে ভবলীলা
দু পক্ষের ক্ষতি হবে যার নাই সীমা।
তবে কেন এই যুদ্ধের ডাক
করতে হবে পরে অনুতাপ।
চিল শকুনকে খুশি করবে
ওরা তো বাইরে থেকে উস্কে দেবে
পরিবারের সয স্বপ্ন ধ্বংস হবে
দেশ দশের ক্ষতি হবে।
তোমরা কি ভবিষ্যতের কথা
ভাববে না?
ছেলে মেয়ে ভবিষ্যতের আধার
তারা কি পিছিয়ে পড়বে না?
দেশকে উন্নত করতে হলে
যুদ্ধের কবলে পড়লে হবে ন।
আর সবাই চাঁদের দেশে পৌঁছে গেছে
অন্য গ্ৰহের মাটি ছু্ঁয়েছে
নতুন নতুন আবিষ্কার করেছে
তবু যুদ্ধবাজ যুদ্ধের কথা বলছে।
মধ্যযুগীয় ভাবনা ছেড়ে
আজকের নতুন ভাবনা ভাবতে হবে
চা়ঁদ আর অন্য গ্ৰহের কথা মাথায় রেখে
শান্তির পথে চলতে হবে।