জীবনের পথ যদি
আঁকাবাঁকা হয়ে যায়
সোজা পথ চোখে পড়ে না;
ভুল পথে যেতে যেতে
হোঁচট খেয়ে
ঠিক রাস্তা চিনতে পারে না;
তাকে সোজা রাস্তায়
আনা যাবে না।
যদি কোনো সাধু সন্ত
বন্ধু হয়ে রাস্তা দেখাত
সে ত বাঁকা রাস্তায় যাবে না।
যেতে একলা পথে
লোভ প্রলোভন এসে
রাস্তা ভুলিয়ে দেয়;
চলতে হবে দৃঢ়পদে
নিজের লক্ষ্য সামনে রেখে
কিছু ভুল করবে না।
ভুলের পথে যাবে না।