যখন জীবন প্রদীপ নিভে আসবে
হয়তো বাকরুদ্ধ হবে,
তখন তুমি এসো প্রভু শিয়র পানে নীরবে।
হয়তো ধমনিতে রক্ত চলাচল
কমে যাবে,
উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করতে পারব না
আমায় তুমি ক্ষমা করো প্রভু
এ আমার বেদনা।
আলো তখন কমে যাবে
সূর্য রশ্মির হাসি দেখব না,
জীবনের শ্বাস ঘন হবে
তবুও তোমায় ভুলব না।
জানিনা কখন তুমি নিয়ে যাবে
আমি তোমার আশায় থাকব,
শঙ্খ চক্র নিয়ে তুমি আসবে
আমায় রথে তুলে নেবে
আমি অবাক হয়ে
তোমা পানে চাইব।
অনেক দিন থেকে মুক্তি চেয়েছি
এবার হয়তো সে মুক্তি আসবে
আলোয় আলোয় ভরবে চারিদিক
অন্ধকারে আমার প্রাণের প্রদীপ জ্বলবে।
জড়িয়ে আছি এই মাটির ধূলিকণায়
সাংসারিক কাজে,
এবার বুঝি সে মুক্তি পাবো
বন্ধন টুটবে রাস্তা খুলে যাবে।