ঝির ঝির ঝির বাতাসে
ফুলের সৌরভ ছড়িয়ে পড়ে
মনে হয় চিরকাল এ আনন্দ
থাকুক কাছে কাছে।
পারিজাতের মালাখানি
কে গলায় দিলে নাহি জানি;
অযাচিত সে মালা
মনের দুয়ারে বাজে
সেই সুগন্ধে মন ভরে আছে।
শুকনো হৃদয় হল প্রাণময়
এ মালা মোর গলায় পরে;
কে তুমি পারিজাত দিলে গলে
ছিলাম তখন  আনমনে। হয়তো
কোনো দিন এ রহস্যের সমাধান হবে
সব ই পড়বে মনে
জীবনের এই পান্থশালায়
এসেছিলে সঙ্গোপনে।