ঝড় উঠেছে        আকাশ জুড়ে
            বালুর অন্ত নাই
দৃষ্টি যেন            আটকে গেছে
         রাস্তা খুঁজে না পাই।
মরুভূমিতে           চলতে চলতে
          এমনি তুফান বয়;
সাহারাতে মানুষ    সাহারা না পেলে
             জীবনের অবক্ষয় হয়।~
জল নাই গাছ নাই     প্রাণের চিহ্ন নাই
              মরীচিকার মিথ্যে আশ্বাসে
               জীবন চলে যায়।
এই সাহারাতে           স‍্যাটেলাইট বলে
                আছে জলাভূমি
সেখানে খুঁজতে গেলে  গাছ আছে ১০৮০ কোটি
          সেগুলো কোনো কাজের না
          মানুষের বধ‍্যভূমি।
একদিন ৫০০০হাজার বছর আগে
সেথা বিস্তীর্ণ জলাভূমি ছিল
সুন্দর বসতি       ধন ধান‍্যে ভরা ভূমি
           স্বর্গভূমি ছিল।
একদিন ভগবানের     ক্রোধ কেন হল
           কেউ তা জানে না
পৃথিবী উত্তর দিকে      একটু হেলে গেল
           জলবায়ু বদলে গেল
বৃষ্টি জল শেষ হলো    তাই বসতি শূণ্য হল
            সাহারা মরভূমি হল
কেউ তা বুঝল  না।!