ঝম্ ঝম্ বাজল পায়েল
বাতাসে সুবাস ছড়াল
কোকিল কণ্ঠে গাইছে কে
মন মুগ্ধ করল।
ছিলাম আমি বিছানায়
কে ঘুম জাগানিয়া
সুমধুর গান গাইল
তার সাথে ছমছম শব্দে
পায়েল বাজল
অদৃশ্য সুন্দরী মুগ্ধ করল।
এই কোলাহল যখন থামল
নিদ্রাদেবী আমায় ঘুম পাড়াল।
কিছু পরে বাগানের বেদীতে
কে উচ্চাঙ্গ সঙ্গীত গাইল
নৃত্যের ঝংকারে
পায়েলের ছমছম শব্দে
অপূর্ব পরিবেশ সৃষ্টি করল।
কে ওই রমণী
বিদ্যুৎ বরণী
স্বপনের দেশে ছিল
উদ্ভিন্ন যৌবনা
রূপসী কন্যা
যেন স্বর্গ হতে এল।
ভালো লাগল অতিশয়
ভালো লাগল
তক্ষুনি নিদ্রাদেবী
আমার চোখ দুটি
কালো পর্দায় ঢেকে দিল।