জীবনের যাত্রা পথ
অতি সুন্দর নেই তুলনা
তবু কাল কি হবে
তার নেই ঠিকানা।
চলেছি একেলা
মস্তিতে পাগলা
এই পথে কি পাব
কেউ জানে না।
মরণ যদি আসে
আসবে একদিন
তার আগে চলুক খুশী
চলবে খুশির দিন।
তাবলে মস্তির শেষ হবে না
আনন্দটা দাঁড়িয়ে থাকবে না।
নতুন জমানায় চলব আগে
চাঁদ সূর্য এসে যাবে
আমার কাছে।
নতুন যানে চেপে
ছাড়িয়ে যাব পৃথিবীকে
আনন্দে হাত পা মেলে
কেউ পাত্তা পাবে না।
দেখব সেথায় ইন্দ্রসভা
বাগান দেখব মনোলভা
ধূমকেতুর ফুলঝুরিতে
উল্কাপিণ্ড পাব না।
সূর্যের তেজ বিফল হবে
আমার যান কারও
তোয়াক্কা করবে না।
তারপর হয়ত ফিরে আসব
"ইসরো"অনেক বাধাই দেবে
মস্তি করব তার নেই তুলনা।