পাথরের বুকে লিখেছিলে যে নাম
সে নাম কি মুছে গেছে
কাগজের বুকে কলমের আঁচড়ে
লিখেছিলে যে নাম
সে ত ছিঁড়ে গেছে।
হৃদয় ভরে ডেকেছিলে যারে
সে ত হৃদয়ে আছে,
সব কিছু ধুয়ে মুছে গেলে
হৃদয় ত তেমনি থাকে।
তবু হৃদয়ে ব্যথা পেলে
হয়ত ও যে রক্ত ঝরে
অংশ সে ব্যথার কেউই পায় না
নিজের ব্যথা নিজেকে দংশন করে।
জীবনের ব্যথা কখনও
ফুরিয়ে যায় না
রয়ে যায় জীবনের অংশ হয়ে।