সুখের মাঝেও দুঃখ থাকে
দুঃখ কখনও সুখ আনে
জীবনটা চলে এমনি করে
সুখ দুঃখ জীবন নদীর দুই পারে।
নদীর যেমন গতি থাকে
জীবনেরও ধারা থাকে ;
দুঃখ আনেনা যবনিকা
সুখ বলে চাওয়ার অন্ত হয় না।
জীবনের যৌবন কালে
মস্ত হয়ে ছুটে চলে
মোহনায় পৌঁছবার কালে
দূর হতে সমুদ্র ডেকে চলে।