জীবনের মানে জানিনা
কখনও সে অতি ভালো
কখনও বা মন্দ
বুঝিনা জীবনের এ কেমন ধন্ধ।
কখনও রাজা আমি
কখনও হই ভিখারী
সবই ভাগ্যের চালবাজী
কিছু কেন বুঝিনি।
জীবন লুকিয়ে থাকে
ভাগ্যের মহাফের
কিছু ত হিসাব মেলে
বেহিসাবী হয় ঢের।
যা পাইনি কেন পাইনি
জীবন বলে না ;
দুঃখ শোক এলে পরে
কেঁদে কিছু হয় না।
জীবন,তুমি কোথায় থাক
মানুষ জানে না ;
তুমি না থাকলে পরে
কেউ জীবিত রয় না।