সবাই আমায় ভালোবাসে
আনন্দে রাখে
কৃতজ্ঞ আমি সবার কাছে।
তবু মনে হয়
কি যেন চাই
কি পাই নাই
জীবন জুড়ে।
তৃষ্ণার্ত আমি
ভালোবাসার;
যতই পাই কভু
ক্ষুধা মেটে না
যাকে চেয়ে ছিলাম
সে ত আসে না।
এই পৃথিবীতে
চলতে চলতে
ভালোবাসার নদী বয়ে যায় ;
কিন্তু আমি যারে চাই
তার দেখা পাই নাই
পাব না তারে জানি তাই।
এ ক্ষুধা আমার মিটবে না
সে ভালোবাসা কভু পাব না।