জীবন নদীর তরঙ্গে তরঙ্গে
আশা ওঠে পড়ে,
আশার খেয়া ভাসিয়ে দিলে
ব্যবসা বাণিজ্য চলে।
লাভ লোকসানের হয় হিসাব
ঢেউয়ের পরে ঢেউ চলে
চলে জীবনের সুখ দুঃখ তারই সাথে।
নদীর চলার পথে
আশার কীরণ থাকে
নিরাশার মেঘ দূরে সরে যায়
সূর্য রশ্মি থাকলে সাথে।
পিছন ফিরে চায় না নদী
এগিয়ে চলাই লক্ষ্য তার
ছোট্ট পানসি আমার তরী
আশার তরঙ্গে নৃত্য তার।
ডুবব না গো জেতার লক্ষ্যে এগিয়ে যাব
জীবন নদীর প্রবল তরঙ্গে
হাসতে হাসতে এগিয়ে যাব।
আমার আশা নয় কুহকিনী
কংক্রিট দিয়ে গাঁথা
ঈশ্বরের আশীর্বাদ মাথায় নিয়ে
বানাবো জীবন কথা।