জীবন এক যাত্রা
এ যাত্রার হয় না শেষ
কোথায় এর শুরু
কোথায় এর শেষ
কতটুকু
আর আছে অবশেষ
কেউ ত জানেনা;
এরপর কোথায় যাবে
কোথায় নতুন শুরু হবে
কিছুই নেই ক জানা।
হয় ত চাঁদের দেশে
খনিবিদ‍্যা কাজে লাগবে
কিম্বা যাব সূর্যের খোঁজে
নতুন বিজ্ঞানের সন্ধানে।
যাত্রার শেষ হবে না
কি হবে সবই অজানা।
একটার একটা পিজ্ঞর বদলাবে
কিন্তু আত্মার শেষ হবে না
আত্মার মৃত্যু নেই
এ কথা ত সবারই জানা।
কত গ্রহপথ পার হয়ে যাবে
তবুও ত এর শেষ হবে না।
আত্মা যখন মোক্ষ পাবে
জীবনের শেষ ধাপে পৌঁছে যাবে
তখনই মুক্তি পাবে
তার আগে মুক্তি হবে না।