জীবনের দিন কয়টা
হেসে খেলে চলুক মনটা
যা ভালো লাগে করে যা
করে যা।
যা তোর ভালো লাগে
জীবনটা খুশী থাকে ;
তাই তুই নিয়ে যা
নীতি কথা ভুলে যা
ভুলে যা
জীবনটা ত ছোট অতি
পদ্মপাতায় জলের ভাতি
যে কটা দিন বাঁচবি রে তুই
দিল খোলা হয়ে বেঁচে যা।
সময় ত অনেক ছোট্ট
ভয়ে থাকবি না জড়ো সড়ো;
ছোট্ট এই জীবনটাতে
আনন্দ মশাল জ্বালিয়ে যা
জ্বালিয়ে যা।
-------আমি৩|৪দিন থেকে অসুস্থ