আলোছায়া নিয়ে জীবনের যাত্রা পথ
কত আঁকাবাঁকা;
কখনো সে পথ ফুল ছড়ানো
কখনো বা কাঁটায় ভরা;
পথের মোড়ে মোড়ে
বিপদ দাঁড়িয়ে থাকে
কখনো সে পথ আলোয় ভরা।
দুর্গম গিরি জলহীন মরু
দুস্তর পারাবার পার হয়ে যায়
তবু জীবনের যাত্রা পথ থামে না;
"চরৈবেতি" জীবন ধর্ম
কোথাও থামবে না।
নদীর মতো এ জীবন
সামনে এগিয়ে যায়
পিছন ফিরে তাকায় না কভু
চলে জীবন অনন্তের ইচ্ছায়।
সামনে চলে চাকার গাড়ি
পিছনে দাগ কেটে যায়
জীবনের গাড়ি সামনে চলে
পিছনের জীবন প্রেরণা দেয়।