ওগো মাঝি  বাঁধব‌ না মোর
জীবন তরী ‌এই ঘাটে,
এখনও হয়নি সময় যাব
আমি নদী পথে।
জীবন  নদীর দুই তীরে
থোকা থোকা ফুল ফুটে থাকে,
অনুপম সে দৃশ্য দেখে
মায়ায় মুগ্ধ হয়ে যাই,
নদীর ধারে পাহাড় থেকে
ঝর্ণা নেমে নদীর সাথে মিশে যায়
নদী তখন ফুলে ফে়ঁপে ওঠে
তার তীব্র গতিতে পাথর বয়ে যায়,
কোনো বাধা মানে না সে
সব ছাড়িয়ে যায়।
আঁকা বা়ঁকা পথে নদী
আপন বেগে ধায়
জীবন নদীর এই তীরে
কুসুম শোভিত ধরাতলে
বাতাস সুগন্ধ ছড়ায়,
যাত্রা মোর হয় মনোহর
অনুপম সুন্দরতায় মন ভোলায়।
তাই  এই সুন্দর যাত্রা পথে
ঘাটে তরী বাঁধব  না,
চলব আমি সমুখ পানে
পিছন পানে তাকাব না।
আসবে যখন সাগরের ডাক
শ্লথ গতি জীবন নদী বয়ে যাক
সাগরের ভয়ঙ্কর তেজে
নদী আমার সেখানে মিশে যাক।