আগুন আগুন
আগুন লেগেছে দুনিয়ায় ;
বাজার দর ঊর্ধ্বমুখী
মরছে মানুষ জঠর জ্বালায়।
সব জিনিস হয়েছে দুষ্প্রাপ্য
বাজারের থলি রয়েছে শূন্য
পেট্রোল ডিজেল পাই অতি নগন্য।
যানবাহনের ক্ষতি হয়েছে
তাই সব জিনিসের দাম বেড়েছে
যাক পুড়ে যাক সব জ্বলে যাক
প্রশাসন বলে মানুষ অতি নগন্য
আগুন ত বাড়তেই থাকে
কমে না চিরকালের জন্য।