চাওয়ার নেশায় ব্যস্ত থাকি
তাই পাওয়া পূর্ণ হয় না
যত পাই ইচ্ছা বেড়ে যায়
যা চাই তা পাওয়া হয় না।
চাই আকাশের মত উদার হতে
পাহাড় শেখায় হতে মৌন মহান,
সমুদ্র তার গভীরতা ঢেকে রাখে
রহস্য তার জানে না মানুষের জ্ঞান।
সূর্য ওঠে চাঁদ হাসে দিনের শেষে রাত আসে
সবি যেন রোমাঞ্চে রহস্যে ভরা
গ্ৰহ উপগ্রহ ঘোরে কার চারিদিকে
এসব রহস্য যেন যায় না ধরা।
জীবের মৃত্যু কি করে হয় কার নির্দেশে
পৃথ্বী কেন ঘোরে সূর্যের চারপাশে
চাঁদ কেন আসে মিষ্টি হেসে।
পৃথিবীর ওপরে নীলিমার আকাশ
তার ওপারে কত তারা থাকে
জল বাতাস কি পাওয়া যায় সেখানে?
সুপারনোভার কালে পৃথিবীবাসী কোথায় যাবে
মানুষের বিজ্ঞান কি তা বলে দেবে?
রহস্য, রহস্যে ভরা এ ব্রহ্মাণ্ড
যা জানতে চাই তা কি অজানা থেকে যাবে?