জানি আমি জানি
বিশ্ব নিখিল নিত্য তোমার
পূজে রাঙা পা দুখানি।
দুর্গম গিরি উত্তাল তরঙ্গ
যখন পথ রোধ করে দাঁড়ায়
তুমি আছ রক্ষাকর্তা
রক্ষাকবচ দেবে আমায়।
তুমি আছ তাই আছে ধরণী
সেই ত মোদের জন্মভূমি
জনম মরণ কর্তা তুমি
পৃথিবী মোদের জননী।
পবিত্রতায় পূজা করি তোমায়
তুমিই শক্তি মহান তুমি
সঠিক পথপ্রদর্শক তুমি
পবিত্রতার জনক তুমি।
তোমার পথে চলব মোরা
জীবন হবে আনন্দে ভরা ;
বিপদ আপদ আসবে যখন
রক্ষাকবচ আসবে ত্বরা।
এমনি করেই চলবে জীবন
তুমিই সত‍্য তুমি মহাধন
হয়ত কখনও তোমায় পাব
মোক্ষ খুঁজতে গিয়ে মুক্তি পাব।