সার হলো তোর জল্পনা
ছাইভস্ম পেলি শেষে
চেয়েছিলি মুঠো মুঠো সোনা ;
যে আগুন তোকে ঘিরেছে
সে আগুন থেকে মুক্তি নাই ;
চারিদিকে চেয়ে দেখ রে এখন
বাঁচাবার কেউ নাই।
এতদিন যাদের ধন জোগালি
সে ধন কাজে লাগল না,
ঘোরকালে তোর ওরা
তোকে দেখতেও এল না।
ভেবেছিলি শাহেন শা হবি
কপালে পেলি পোড়া ছাই
ধিক্কারে ভরল জীবন
উত্তমাদের শাপে তাই।
সারা জীবন পচবি জেলে
আত্মীয়রা তোর পরিচয় দেবে না
এতো ধন তোর
কোনো কাজে আসবে না।
সকল পাপেরই আছে প্রতিদান
মরেনি ধর্ম আছে ভগবান ;
পাতকের ফল হয় নাই ভালো
কখনও বিধির ভুলে
তোরে মরণে ধরেছে চুলে।